kalerkantho


পাবনায় শুভসংঘের আয়োজন

বীর সেনারা শোনালেন যুদ্ধজয়ের অভিজ্ঞতা

আহমেদ উল হক রানা   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০বীর সেনারা শোনালেন যুদ্ধজয়ের অভিজ্ঞতা

যুদ্ধকালীন নিজেদের বীরত্বগাথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরলেন মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানীরা। গত ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনায় মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনা শোনান মুক্তিযোদ্ধারা। বর্তমান প্রজন্ম’র সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শুভসংঘ পাবনা জেলা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা।

শুভসংঘ পাবনা জেলা কমিটির সভাপতি আতিকুল্লাহ সঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পাবনা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাব সভাপতি শিবজিত নাগ, শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির প্রধান উপদেষ্টা ড. এম আবদুল আলীম, সরকারি এডওয়ার্ড কলেজ কমিটির উপদেষ্টা এ কে ফজলুল হক প্রমুখ।

‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, বিজ্ঞান ও পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি শহীদ বুলবুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে সভার শুরুতে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর শুরু হয় প্রাণবন্ত আলোচনা। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অভিভূত হন। মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পারস্পরিক আলাপচারিতায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা জানতে পারেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাঁদের অনেক অজানা তথ্য। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তাঁরা জানতে পারেন ১৯৭১ সালের ২৬ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা সারা দেশের মতো পাবনায়ও গণহত্যা শুরু করলে পাবনার মুক্তিকামী মানুষ কিভাবে প্রতিরোধ গড়ে তোলে, কিভাবে বীর মুক্তিযোদ্ধারা সংগঠিত হন, কিভাবে তাঁরা অস্ত্র সংগ্রহ করে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সারা দেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হলেও পাবনা হানাদারমুক্ত হয়েছিল ১৮ ডিসেম্বর। 

শুভসংঘের জেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শুভসংঘ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান দুলাল, সহসভাপতি ফজলুর রহমান কাজল, পাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক প্রিন্স ভট্টাচার্য, সহসভাপতি মানিক রিপন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য শেখ সেলিম মাহমুদ, এডওয়ার্ড কলেজ শাখা কমিটির সভাপতি ফেরদৌস জামিল তূর্য, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য শাহাদত হোসেন প্রমুখ।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের হাতে উপহার হিসেবে বই তুলে দেন শুভসংঘ জেলা কমিটি ও পাবিপ্রবি শাখার বন্ধুরা।মন্তব্য