kalerkantho


পাঠচক্র

মঠবাড়িয়ায় শুভসংঘের পাঠচক্র

দেবদাস মজুমদার   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০মঠবাড়িয়ায় শুভসংঘের পাঠচক্র

পাঠচক্রে অংশ নেওয়া মঠবাড়িয়া শুভসংঘের কয়েকজন বন্ধু

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভসংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের মাসে গত ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে আয়োজিত এ পাঠচক্রে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শুভসংঘের সদস্যরা অংশ নেন। পাঠচক্রে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মঠবাড়িয়া শুভসংঘের সভাপতি প্রবীণ শিক্ষক নূর হোসাইন মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র হালদার, শুভসংঘের উপদেষ্টা প্রভাষক জুলহাস শাহীন, সহসভাপতি শিক্ষক দেবব্রত হালদার, কালের কণ্ঠ’র আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আরাফাত ওপি, শুভসংঘের সদস্য আফিয়া আক্তারসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ শুভসংঘ মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পাঠচক্র শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই, প্রকাশনা ও চলচ্চিত্র নির্মাণ ও পাঠে তরুণদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। সব শেষে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে বই প্রদান করা হয়।মন্তব্য