kalerkantho


দিনাজপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মো. রাসেল ইসলাম   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০দিনাজপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

বিজয়ের মাসে শুভসংঘ দিনাজপুর জেলা শাখা শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল। গত ২০ ডিসেম্বর বুধবার মোহাম্মদ আলী অ্যান্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের হলরুমে আয়োজনটি সম্পন্ন হয়। শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রধান শিক্ষক স্বপন সিকদার, কালের কণ্ঠ’র দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, শিক্ষক রিংকু সেন, শুভসংঘের জেলা শাখার সহসভাপতি ডা. মুনিরুজ্জামান, শিক্ষক হীরালাল রাম, নিউএজ দিনাজপুর জেলা প্রতিনিধি আজহার রেজা। শুভসংঘ বন্ধুদের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক জজেনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক সুমন অনিক, কোষাধ্যক্ষ ইনজয় সেন, সাহিত্য সম্পাদক কৃষ্ণ রায়, কার্যকরী সদস্য তিতাস তৌকিন প্রমুখ। ‘ক’ বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হয় নওশীন সিফাত, দ্বিতীয় রুমি এবং তৃতীয় হয় সুমাইয়া আক্তার। এ ছাড়া বিশেষ পুরস্কারে মনোনীত হয় জেসমিন। ‘ক’ বিভাগ রচনা প্রতিযোগিতায় প্রথম সাফিয়া আক্তার খুশি, দ্বিতীয় মুক্তুজা আফরিন মিতু এবং তৃতীয় হয় আতকিয়া লাবীবা শিফা। ‘খ’ বিভাগ চিত্রাঙ্কনে প্রথম শারমিন আক্তার, দ্বিতীয় লুবনা আক্তার, তৃতীয় হয় শারমিন আক্তার সুরভী। এই শাখায় বিশেষ পুরস্কারে মনোনীত হয় শান্ত ইসলাম। ‘খ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় ঈশানী শিকদার প্রথম, দ্বিতীয় রশিদা আক্তার রুকাইয়া এবং তৃতীয় নির্বাচিত হয় লুবনা আক্তার। উল্লেখ্য, রচনা ও চিত্রাঙ্কনের বিষয় ছিল ৭ই মার্চের ভাষণ ও মহান বিজয় দিবস। সব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা।মন্তব্য