kalerkantho


সুবিধাবঞ্চিত বেদে শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়

আব্দুল আজিজ শিশির   

১১ নভেম্বর, ২০১৭ ০০:০০সুবিধাবঞ্চিত বেদে শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়

সুবিধাবঞ্চিত বেদে শিশুদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শরীয়তপুরের বন্ধুরা

শুভসংঘের শরীয়তপুর জেলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বুধবার বিকেলে জেলা শহরের একটি বেসরকারি এনজিও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করা বেদেপল্লীর শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী বছরের শুরুতেই এই প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। এই শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বিদ্যালয়মুখী করা ও অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলতেই শুভসংঘের এমন পদক্ষেপ।

শুভসংঘ শরীয়তপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মির্জা হযরত আলী, শুভসংঘের সাধারণ সম্পাদক মো. সেলিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আছমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুব আলম খান। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক মো. সুলতান নাছির, নারীবিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, কার্যকরী সদস্য কাজী মামুন, মো. ইমরান হোসেন, মফিজুল ইসলাম খান, গোলাম মোস্তফা পিয়ার, মো. ইমরান হোসেনসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।মন্তব্য