kalerkantho


সমাজ পরিবর্তনে কাজ করবে শুভসংঘ

মো. মোশারফ হোসেন   

১১ নভেম্বর, ২০১৭ ০০:০০সমাজ পরিবর্তনে কাজ করবে শুভসংঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটির অভিষেক ছবি : ফরহাদ হোসেন রিংকু

‘শুভ কাজে, সবার পাশে’ এই মূলমন্ত্র ধারণ করে কালের কণ্ঠ শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কালের কণ্ঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানজিদ বসুনিয়া নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, কালের কণ্ঠ শুভসংঘ সব সময় ভালো কাজের, শুভ কাজের সঙ্গে আছে। আমি প্রত্যাশা করি নতুন কমিটি সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে।’

শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগ ও একই বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি ঘোষ। কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাহমুদুল হক (চতুর্থ বর্ষ) ও রেজাউল ইসলাম প্রামাণিক (চতুর্থ বর্ষ); যুগ্ম সম্পাদক জয়নব খাতুন (চতুর্থ বর্ষ) ও শাহিনুর রহমান (তৃতীয় বর্ষ); সাংগঠনিক সম্পাদক মল্লিক কুমার বিশ্বাস (তৃতীয় বর্ষ); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল-আমিন (তৃতীয় বর্ষ); কোষাধ্যক্ষ রেজানুর রহমান তমাল (চতুর্থ বর্ষ); সাহিত্য সম্পাদক প্রমা রায় (তৃতীয় বর্ষ); সমাজকল্যাণ সম্পাদক নন্দিতা সরকার (তৃতীয় বর্ষ); নারীবিষয়ক সম্পাদক আতকিয়া জাহান (তৃতীয় বর্ষ) এবং ক্রীড়া সম্পাদক আনোয়ার আজিজ শুভ (দ্বিতীয় বর্ষ)। এ ছাড়া বিভিন্ন বিভাগের আরো ১১ জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

শুভসংঘের এই নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুন অর রশীদ এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রভাষক সালমা আহমেদ। সালমা আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা মানবতার জন্য শুভ কাজে অংশ নিতে সদা প্রস্তুত। কালের কণ্ঠ এ দেশের অন্যতম প্রধান একটি গণমাধ্যম। আমি প্রত্যাশা করি শুভসংঘের সদস্যরা মানুষের মঙ্গলের জন্য, মানুষের হয়ে, সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করবে। তাদের যেকোনো ভালো কাজের অনুসরণ করবে সারা দেশের অন্য সদস্যরাও।’

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘সব সদস্যকে সঙ্গে নিয়ে নতুন কমিটি শুভসংঘের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাকে অন্যতম শক্তিশালী একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজেও শুভসংঘের ইতিবাচক ও সক্রিয় ভূমিকা থাকবে।’

সাহিত্য সম্পাদক প্রমা রায় বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুভসংঘের সব সদস্য একত্রে সমাজ পরিবর্তনের জন্য কাজ করবে।’

নবগঠিত শুভসংঘ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিদায়ী সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক ও সাধারণ সম্পাদক কনক আক্তার।মন্তব্য