kalerkantho


নিরাপদ সড়কের দাবিতে শুভসংঘের বিক্ষোভ সমাবেশ

বন্ধ হোক মৃত্যুর মিছিল

মোহাম্মাদ বাবুল আকতার   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বন্ধ হোক মৃত্যুর মিছিল

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—এ স্লোগান সামনে রেখে নিরাপদ সড়কের দাবিতে যশোরের মণিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে স্থানীয় পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুভসংঘের সভাপতি মো. শফিকুজ্জামানের সভাপতিতে এতে বক্তব্য দেন কালের কণ্ঠ প্রতিনিধি অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, শুভসংঘের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দেবনাথ, রায়হান আহম্মেদ, সৌম্য পাঠক, তৌহিদুর রহমান, শোয়েব আহম্মেদ, নাহিদ কামাল, মেহেদী হাসান, সাকিব আল হাসান, আফরোজা সুলতানা মিম প্রমুখ। বক্তারা বলেন, আমরা সড়কে আর কোনো মৃত্যুর মিছিল দেখতে চাই না। নিরাপদ সড়ক চাই।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


মন্তব্য