kalerkantho


সুবিধাবঞ্চিত ২০ শিক্ষার্থী পেল স্কুল পোশাক

ফখরে আলম   

২০ মার্চ, ২০১৬ ০০:০০সুবিধাবঞ্চিত ২০ শিক্ষার্থী পেল স্কুল পোশাক

চতুর্থ শ্রেণির ছাত্র আল-আমিন প্রথম শ্রেণি থেকেই ক্লাসে প্রথম। কিন্তু তার বাবা গরিবের চেয়ে গরিব। এ কারণে তাকে স্কুল ড্রেস কিনে দিতে পারেননি। তৃতীয় শ্রেণির ছাত্র নাজমুল। সে প্রতিবন্ধী। ঠিকমতো দাঁড়াতে পারে না। তৃতীয় শ্রেণির ছাত্রী জলি। তার রোল এক। কিন্তু বাবা নিম্ন আয়ের মানুষ। তারও কোনো স্কুল ড্রেস নেই। এদের মুখেই হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ। সম্প্রতি এদের হাতে তুলে দেওয়া হলো নতুন স্কুল ড্রেস। যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও অসহায় প্রতিবন্ধী ২০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দিলেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম। শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশে স্কুল ড্রেস উপহার দেওয়ার সময় বক্তব্য রাখেন ফখরে আলম, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি আবদুর রাজ্জাক ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

ফখরে আলম বলেন, ‘প্রতিবছরই গরিব শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে। আর্থিক কারণে কারোই উচ্চশিক্ষা ব্যাহত হবে না। যারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ভালো ফল করলেও পুরস্কার দেওয়া হবে।’

ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদ কালের কণ্ঠকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কয়েক বছর ধরে আমাদের স্কুলে শুভসংঘের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। এমন মহানুভবতা সবাই দেখালে এই দেশ এগিয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়বে।’


মন্তব্য