kalerkantho

পিটুনি

হবিগঞ্জ প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০হবিগঞ্জ সদরে পুলিশের সামনে কাশিপুর গ্রামের স্বপন হত্যার মামলার বাদী-সাক্ষীসহ তিনজনকে পিটিয়ে পালিয়ে গেছে আসামিরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে মির্জাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন হত্যা মামলার আসামি আব্দুল হাকিম, দিলখোশ মিয়াসহ অনেকেই মির্জাপুর গ্রামে অবস্থান করছে—এ খবর পেয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকিতসহ চার পুলিশ সদস্য সেখানে যান। তাঁদের সঙ্গে ছিলেন স্বপনের বাবা ও মামলার বাদী ছুরত আলী এবং সাক্ষী আরজ আলী। এ সময় আসামিরা পুলিশের সামনেই ছুরত আলী ও আরজ আলীকে পিটিয়ে আহত করে। পরে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনসেট, স্বর্ণের চেইন ও টাকা নিয়ে পালিয়ে যায়। সংখ্যায় কম থাকায় পুলিশ সদস্যরা আসামিদের কাউকে ধরতে পারেননি বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এসআই মুকিত জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 মন্তব্য