kalerkantho


১ম কলাম

শিক্ষা সপ্তাহ

হবিগঞ্জ প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৮ ০০:০০হবিগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের নিমতলা থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদু কবীর মুরাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও সরকার আবুল কালাম আজাদ।মন্তব্য