kalerkantho

co

১ম ► ক লা ম

ইজতেমা

হবিগঞ্জ প্রতিনিধি   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০হবিগঞ্জে স্থানীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। এতে অংশ নেবেন প্রায় দুই লাখ মুসল্লি। ইজতেমায় দায়িত্ব পালন করবে পাঁচ শতাধিক পুলিশ সদস্য, ছয়টি মেডিক্যাল টিমসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতানমামদপুর মাঠে আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হবে ইজতেমা। ৬ জানুয়ারি সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এর কার্যক্রম শেষ হবে। এদিকে মঙ্গলবার সকালে ইজতেমার ময়দান পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মন্তব্য