kalerkantho


পটিয়ায় ‘এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০পটিয়ায় ‘এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

পটিয়ায় ‘এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ শুরু হয়েছে। গতকাল শনিবার জিরি খলিল-মীর ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী খেলায় পাঁচলাইশ কিষোয়ান এফসি ৩-১ গোলে কর্ণফুলী-শিকলবাহা এফএ-কে পরাজিত করে। খেলায় চারজন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট খলিলুর রহমান। এম ইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে ও এবিটস সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস ছালাম, সুবেদার স্টিলের চেয়ারম্যান লোকমান হাকিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সমাজসেবী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফজল আহমদ প্রমুখ।

প্রধান অতিথি শিল্পপতি খলিলুর রহমান বলেন, ‘খেলাধুলা শুধু শরীর-মনকে প্রফুল্ল রাখে না। প্রত্যেককে সুস্বাস্থ্য আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধশালী নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়তা করে। এ ছাড়া পরস্পরের মাঝে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে খেলাধুলা।’

তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি আরো মনোযাগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সুন্দর-সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।’মন্তব্য