kalerkantho


সীতাকুণ্ড ও শিকলবাহায় সড়কের উন্নয়নকাজ

সীতাকুণ্ড ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১১ নভেম্বর, ২০১৮ ০০:০০কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড মুন্দার বাড়ি শাহ্ অহিদিয়া সংযোগ সড়কের উন্নয়নকাজ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী উন্নয়নকাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সোনাইছড়ি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গত বৃহস্পতিবার কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। মো. ইসমাইল সওদাগরের সভাপতিত্বে ও মো. আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কায়ছারুল আলম, মাহবুবুল আলম, আমজাদ হোসেন, আব্দুল আব্বাস, মো. জাহাঙ্গীর রওশান আরা, শাহীনুর আক্তার, বিবি জলি ও আলমাস খাতুন।মন্তব্য