kalerkantho


কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০আগামী ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর ছাত্রছাত্রী ও অন্যান্য শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, একই সময়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৫ থেকে ১৬ বছর বয়সী পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় হতে ঝরে পড়া শিশুকে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ওষুধ সেবনের আওতায় আনা হবে।

গতকাল সোমবার এ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক। এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, এমও ইনচার্জ ডা. নাছিম ভূঁইয়া, ডা. আশিষ কুমার মুখার্জি, ডা. আসিফ খান, ডা. তৌহিদুল আনোয়ার খান, বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু) সুশান্ত বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের ডা. নুরুল হায়দার, ডব্লিউএইচও ডা. আরাফাত উল আলম প্রমুখ।মন্তব্য