kalerkantho


শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার শপথ

নোয়াখালী প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার শপথ

নোয়াখালীতে স্কুলশিক্ষার্থীদের শপথ পাঠ করান জেলা প্রশাসক। ছবি : কালের কণ্ঠ

ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করালেন নবাগত জেলা প্রশাসক তন্ময় দাস। মঙ্গলবার নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এ শপথবাক্য পাঠ করানো হয়।

এ সময় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিতকরতে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারী ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরীন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তন্ময় দাস জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে প্রচারাভিযানে অংশ হিসেবে জেলার ৫০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ প্রচারপত্র প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে।মন্তব্য