kalerkantho


নানা আয়োজনে হিজরি বর্ষবরণ ও বিদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নানা আয়োজনে হিজরি বর্ষবরণ ও বিদায়

নগরের লালদিঘি ময়দানে গতকাল হিজরি বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : কালের কণ্ঠ

দেশাত্মবোধক, হামদ, নাতে রাসুল (দ), গজল, কাওয়ালি, মাইজভাণ্ডারী সংগীত পরিবেশনসহ নানা আয়োজনে হিজরি বর্ষবরণ ও বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে নগরের লালদিঘি মাঠে হিজরি বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিজরি নববর্ষ উদযাপন পরিষদ চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, শাহ মাওলানা নূর মুহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যাপক মুহাম্মদ আবু তালেব বেলাল প্রমুখ।

অনুষ্ঠানে রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম, ইমাম শেরে বাংলা (রহ.) ইসলামী সাংস্কৃতিক ফোরাম, আর রেযা ইসলামী সাংস্কৃতিক ফোরাম, মাইজভাণ্ডারী ইসলামী সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

১ মহররম ছুটি দাবি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার যৌথ উদ্যোগে সোমবার বিকেলে নোয়াপাড়া পথেরহাটে হিজরি নববর্ষ ১৪৪০ কে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে। এটি বিভিন্ন স্থান ঘুরে ভারতশ্বরী মার্কেটের সামনে সমাবেশ করে। আব্দুল্লাহ আল রোমানের সভাপতিত্বে ও রবিউল হোসাইন সুমনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন।

বক্তারা আরবি বছরের ১ মহররম রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানান।মন্তব্য