kalerkantho


পতেঙ্গায় গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পতেঙ্গায় সাগরে গোসল করতে নেমে আসিফ শাহরিয়ার রুবেল নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। তবে একই ঘটনায় বন্ধু নাফিস খানকে স্থানীয় ফটোগ্রাফাররা উদ্ধার করেছেন। দুজনই নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে সমুদ্রে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘দুই কলেজ শিক্ষার্থী পতেঙ্গা সমুদ্রসৈকতে যায়। সেখানে গোসল করতে নেমে স্রোতে একজন তলিয়ে যায়। এ সময় সৈকতের কয়েকজন ফটোগ্রাফার নাফিসকে উদ্ধার করতে পারলেও আসিফকে পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালাচ্ছে।’

ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ওসমান গণি বলেন, ‘আসিফ ও নাফিস যখন সৈকতে নেমেছিল তখন সমুদ্র বেশি উত্তাল ছিল। দুপুরে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।’ তবে বিকেলে ভাটা শুরু হওয়ার পর ডুবুরিরা আসিফকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।মন্তব্য