kalerkantho


পটিয়ায় মানববন্ধন

স্কুলছাত্রী রিমা হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রিমা আকতারের খুনির বিচার দাবিতে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জীতেন কান্তি গুহ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইউনুস, সাংবাদিক আবদুর রাজ্জাক, স্কুল কমিটির সদস্য আহমদ কবীর, মনীর আহমদ, নসু মিয়া, তাপস কান্তি গুহ, দিদারুল আলম, এনামুল হক, শিক্ষক জাহেদা সুলতানা, হামিদুল হক, রেখা দাশ, টিটু মেম্বার, আওয়ামী লীগ নেতা রণজিৎ চৌধুরী, ছাত্রলীগ নেতা বেলাল, শ্রমিক লীগ সম্পাদক মুহাম্মদ ছৈয়দ, বিশু চক্রবত্তী, মঈনুদ্দীন খালেদ, কামাল সওদাগর, শিপাত, টিটু দে প্রমুখ। বক্তারা বলেন, রিমাকে যে বা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ ভূর্ষির বেলতল এলাকা থেকে গলাকাটা অবস্থায় রিমার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের উপর পড়ে থাকা গলাকাটা এক যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে হেফাজতে নেয়। তার নাম নজরুল ইসলাম মাসুদ। সে গোবিন্দারখীলের মৃত আবুল কালামের ছেলে। ওই দিনগত রাতেই রিমার বাবা মঞ্জুরুল আলম বাদী হয়ে মাসুদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।মন্তব্য