kalerkantho


থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০‘আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া- প্রতিরোধই প্রতিকার’ স্লোগানে চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। জ্ঞানের মশাল নামে স্বেচ্ছাসেবী সংগঠন এ সেমিনারের আয়োজন করে। বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

সেমিনারে আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা, বাংলাদেশের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার ডা. শাহেদ আহমেদ চৌধুরী। সেমিনারে সহযোগিতা করে সিটিজি ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহফুজ আলম,

সিনিয়র শিক্ষক কৃষ্ণ প্রসাস, রুহুল কাদের ও মোহাম্মদ জিয়া, সিটিজি ব্লাড ব্যাংকের আব্দুল্লাহ আয়মন, মুহিম, জ্ঞানের মশাল সংগঠনের উপদেষ্টা আবু তাহের, সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইফতেখার জিসান প্রমুখ।মন্তব্য