kalerkantho


অগ্নিকাণ্ডে দোকানকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুটমিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় ৯টি ঘর ও একটি দোকান পুড়ে গেছে। নিহত দোকানকর্মীর নাম মোহাম্মদ সোহেল (১৯)।

ঘটনার বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে একটায় আমিন জুটমিল এলাকার জাহাঙ্গীর কলোনীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে। রাত দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে সেখানে ৯টি ঘর এবং একটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া ওই দোকান থেকে সোহেল (১৯) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকান তালাবদ্ধ করে ঘুমানোর কারণে সোহেল বের হতে পারেনি এবং ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।মন্তব্য