kalerkantho


বনকর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদে গিয়ে দখলদারদের হামলায় বনকর্মী আবদুস সালাম (৫০) হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম জানান, গত বুধবার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের একটি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলায় ঘটনাস্থলেই এক বনকর্মী নিহত হন। এ ঘটনায় জড়িত নজরুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াছিন (২১), দেলোয়ার হোসেন (২৮), হাসান নিজামী (১৮), বিবি রহিমা (৪০), বিবি মরিয়ম (৪০), প্রিয়াঙ্কা আক্তার (১৫), রোকেয়া বেগম (৫৫), নার্গিস আক্তার (১৮), ঝর্না আক্তার (১৭) ও মনোয়ারা আক্তার (১৫)।মন্তব্য