kalerkantho


স্কুলশিক্ষার্থীদের গাছের চারা দিল শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০স্কুলশিক্ষার্থীদের গাছের চারা দিল শুভসংঘ

চট্টগ্রাম নগরের শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটে কালের কণ্ঠ-শুভ সংঘের গাছের চারা বিতরণ। ছবি : কালের কণ্ঠ

কালের কণ্ঠ-শুভসংঘ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। নগরের জামালখান শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন শুভসংঘের প্রধান উপদেষ্টা নিয়াজ মোর্শেদ এলিট।

এ সময় উপস্থিত ছিলেন শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সেলিম মোহাম্মদ সাইফুদ্দিন, কালের কণ্ঠের ডেপুটি ব্যুরো প্রধান শিমুল নজরুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০০ ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

শুভসংঘ চট্টগ্রাম শাখার সভাপতি রিয়াজ রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ বি এম ইকবাল হায়দার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফজলুল করিম নোমান, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ ইয়াসির সামিত, সদস্য তানজিদ চৌধুরী, হামিদ উদ্দিন, কৌশিক মজুমদার, মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

 মন্তব্য