kalerkantho


নোয়াখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।

উদ্বোধনী খেলায় নেয়াজপুর ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে কাদির হানিফ ইউনিয়ন।

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্টে সদর উপজেলার মোট ১৩ ইউনিয়ন অংশ নেবে।

 

 মন্তব্য