kalerkantho

শোক

১৩ জুলাই, ২০১৮ ০০:০০অ্যাডভোকেট আমিনুর রশীদ

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুর রশীদ গত বুধবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে অইন্নাইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গত কয়েক বছর ধরে তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন।

গতকাল বৃহস্পতিবার বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজার পর তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

অ্যাডভোকেট আমিনুর রশীদের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গভীর শোক প্রকাশ করেছেন।-নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

 মন্তব্য