kalerkantho

ধর্ষণে জড়িতদের শাস্তি দাবি

১২ জুলাই, ২০১৮ ০০:০০চট্টগ্রামের রাউজানে মারমা কিশোরীকে ধর্ষণের পর হত্যা এবং রাঙামাটির কাউখালীতে দুই সন্তানের জননীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম। মিছিলটি ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উচিংশৈ চাক শুভর সভাপতিত্বে ও মিটন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুনয়ন চাকমা ও উজ্জ্বল চৌধুরী। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মানবিক কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জ্যোতিসারা ভিক্ষু। সভায় ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তিমন্তব্য