kalerkantho


খাগড়াছড়ির ৯৫৫৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ

খাগড়াছড়ি প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৮ ০০:০০আগামী ১৪ জুলাই ১ম রাউন্ডে খাগড়াছড়িতে মোট ৯৫ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১৮৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯  মাস বয়সী ৮৩ হাজার ৪২ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহসভাপতি জহুরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।মন্তব্য