kalerkantho


১ম কলাম

৬০ মসজিদে ২০০ ফ্যান দিচ্ছেন এমপি লতিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ মে, ২০১৮ ০০:০০পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের ৬০ মসজিদে ২০০ ফ্যান দিচ্ছেন সংসদ সদস্য এম এ লতিফ। ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব ফ্যান দিচ্ছেন বলে জানিয়েছেন।

বুধবার নগরের কাটগড় আজিজ উদ্যানে ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, ‘রোজার মাসে অসহ্য গরমে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বস্তিতে নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে মসজিদে স্ট্যান্ড ফ্যান বিতরণ আমার ক্ষুদ্র প্রয়াস। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, এম এ লতিফ এমপি ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, বিনা মূল্যে কম্পিউটার ও গার্মেন্টস অপারেটর প্রশিক্ষণ, দরিদ্র রোগী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকেন বছরব্যাপী।

 মন্তব্য