kalerkantho


বঙ্গবন্ধু একাডেমির গুণীজন সংবর্ধনা

২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মুজিবনগর দিবসের আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা বুধবার নগরের সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশীদ বীর প্রতীক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মনির-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী মোহাম্মদ হাসনী, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আহমদ শাহিন ও দিদার আশরাফী।

অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাপ্তাহিক রূপসী বাংলাদেশ-এর উপদেষ্টা এম আবু বকর ছিদ্দিকীকে ‘বঙ্গবন্ধু একাডেমি স্মারক সম্মাননা’ পদক দেওয়া হয়। বিজ্ঞপ্তিমন্তব্য