kalerkantho


নগরে বাংলা একাডেমির বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    

২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০নগরে বাংলা একাডেমির বইমেলা শুরু

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন করা হয়। ছবি : কালের কণ্ঠ

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা একাডেমির বইমেলা। রবিবার বিকেলে সপ্তাহব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন বেগম মুশতারী শফী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত।

এর আগে সকালে বইমেলা কর্তৃপক্ষ পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে আবদুল করিম সাহিত্যবিশাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর হুলাইন গ্রামে পুঁথিসংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরীর সংগ্রহশালা পরিদর্শন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

মেলায় প্রতিদিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।মন্তব্য