kalerkantho


চবিতে ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম’ এর সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০মহান মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম’। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে চাকরিতে কোটা সংস্কারের নামে জামায়াত-শিবির তাদের এজেন্ডা বাস্তবায়নে মুক্তিযুদ্ধেরপক্ষের সরকারের পতন ঘটিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়।

মুক্তিযোদ্ধার সন্তান ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ জামানের সঞ্চালনায় বক্তব্য দেন চবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি রেজাউল হক রুবেল।

সমাবেশে আগামীকাল বুধবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।মন্তব্য