kalerkantho

ফেনীর আকাশে উড়ল ৬০০ ফানুস

ফেনী প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ফেনীর আকাশে উড়ল ৬০০ ফানুস

রবিবার রাতে ফানুসের আলোয় ঝলমল ফেনী শহর। ছবি : আসাদুজ্জামান দারা

ফেনীতে জমকালো আয়োজনে উদযাপিত হলো দ্বিতীয় ‘ফানুসিয়ানা’ উৎসব। রবিবার রাতে ফেনী পাইলট হাই স্কুল মাঠে এ উৎসবে ওড়ানো হয় ছোট-বড় ৬০০ ফানুস। গত বছর থেকে ফানুসিয়ানা উদযাপন পরিষদ আয়োজন করছে উৎসবটি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বক্তেয়ার মুননা ও শরীফুল ইসলাম অপু। ৫০০ স্বেচ্ছাসেবকের একটি দল উৎসবে নিরাপত্তার দেখভাল ও ফানুস ওড়ানো থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করে। এর আগে ফানুস ওড়ানোর বিষয়ে ধারণা দিতে দুই দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন ফানুস উৎসব। এ উপলক্ষে ফেনী সরকারি কলেজের মূল ভবন ও ফেনী সরকারি পাইলট হাই স্কুল ভবনকে সাজানো হয় বর্ণিল সাজে। আগামী বছর ১ বৈশাখে আবার বসবে তৃতীয় ‘ফানুসিয়ানা’ আসর।

উৎসব আয়োজকদের অন্যতম শুভ নীল পিকলু জানান, গতবারের তুলনায় এবার আরো বড় পরিসরে এ আয়োজন করা হয়েছিল। ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজির আয়োজন থাকলেও পবিত্র শবে মেরাজের কারণে এটি বাদ দেওয়া হয়।

উৎসবের প্রধান সমন্বয়কারী সাংবাদিক বক্তেয়ার মুননা বলেন, ‘এবার উৎসবে কাজ করেছেন ৫০০ স্বেচ্ছাসেবক। এই বিশাল দল পরিচালনা করা একটি বিরাট অভিজ্ঞতা। তবে সবাই আন্তরিকতার সাথে কাজ করায় উৎসব সফল হয়েছে।’মন্তব্য