kalerkantho


বান্দরবান জেলায় আমে প্রচুর মুকুল

১৪ মার্চ, ২০১৮ ০০:০০বান্দরবান জেলায় আমে প্রচুর মুকুল

বান্দরবান পার্বত্য জেলায় এবার আমের প্রচুর মুকুল এসেছে। বিশেষ করে সদর উপজেলার চিম্বুক এবং রুমা, থানচি ও লামা উপজেলার সরই এলাকার আমবাগানগুলোর প্রতিটি গাছ মুকুলে মুকুলে ভরে গেছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আম উৎপাদনে আশাতীত ফলন পাওয়া যাবে। জেলা সদরের জাদিপাড়া থেকে তোলা ছবি।                                       ছবি : মনু ইসলামমন্তব্য