kalerkantho

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০চকরিয়া ও সীমান্তবর্তী লামার ফাইতংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইটবোঝাই গাড়ি চাপায় নিহত হয় পাঁচ বছরের এক শিশু। অপরদিকে ৮ মার্চ যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার দিবাগত রাতে মারা যান।

মঙ্গলবার দুপুরে চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতং এলাকায় ইটবোঝাই গাড়ি চাপায় মারা যায় পাঁচ বছরের শিশু উম্মে হাবিবা। সে ফাইতং ইউনিয়নের বড় মুসলিমপাড়ার বেলাল উদ্দিনের মেয়ে এবং এনজিও সংস্থা ইউনিসেফের পাঠদান শিক্ষা কেন্দ্রের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য থোয়াই হ্লা মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার জানান, ৮ মার্চ মহাসড়কের চকরিয়া কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন ছিকলঘাট গ্রামের বয়োবৃদ্ধ ছৈয়দ আলম (৭০)। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।মন্তব্য