kalerkantho


সুরক্ষার আওতায় আসছে পার্বত্য চট্টগ্রামের ১৫ বন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০পার্বত্য চট্টগ্রামের ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) বা মৌজাবন সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, দিন দিন বন উজাড় বাড়ছে পার্বত্যাঞ্চলে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতাও দিনে দিনে বাড়ছে বন উজাড়ের কারণে। পার্বত্য চট্টগ্রামের বনগুলোতে ৬৯ প্রজাতির পাখি, ২৭ প্রজাতির পশু, ২২০ প্রজাতির ওষধি গাছ ও লতাপাতা রয়েছে। এছাড়া ৬ প্রজাতির বাঁশ আছে এবং ৮০ প্রজাতির বিভিন্ন বনজ গাছ রয়েছে। কিন্তু সুরক্ষার অভাবে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এ বনাঞ্চল।

কর্মশালায় আরো জানানো হয়, ইউএনডিপির অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি জেলার ১৫টি ভিসিএফ বা মৌজাবন সুরক্ষায় কাজ করবে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। কাবিদাং উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লালসা চাকমার সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, নির্বাহী কর্মকর্তা শামছুল তাবরিজ, ইউএনডিপি প্রতিনিধি উসিমং চৌধুরী, চাকমা সার্কেলের প্রতিনিধি সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।মন্তব্য