kalerkantho


লালদিঘি মাঠে বিএনপির সমাবেশ কাল

খসরু ও নোমানের বাসায় আলাদা প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০খসরু ও নোমানের বাসায় আলাদা প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নগরের লালদিঘি মাঠে সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশ সফল করতে মঙ্গলবার আলাদা প্রস্তুতি সভা হয়েছে দলের স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বাসায়। তবে সভায় আমীর খসরু উপস্থিত থাকলেও নোমান ছিলেন না। সমাবেশ সফল করতে ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ নোমান গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন বলে সভায় জানানো হয়।

মঙ্গলবার বিকেলে নগরের মেহেদীবাগের বাসভবনে প্রস্তুতি সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘১৫ মার্চ চট্টগ্রামে সর্ববৃহৎ সমাবেশ হবে। তাই স্থান নিয়ে দ্বিধায় না ভুগে সমাবেশ সফলে কাজ করুন। আমরা দেখেছি বিগত দুই মাসে লালদিঘিতে অনেক দল সমাবেশ করেছে। এমনকি সরকারি দল আওয়ামী লীগও কয়েকটি সমাবেশ করেছে। তারা যদি সমাবেশ করতে পারে এবং সমাবেশের অনুমতি পায় আমরা কেন করতে পারব না?’ তিনি বলেন, ‘দেশে যদি সংবিধান থাকে, নাগরিক অধিকার থাকে, তাহলে অবশ্যই লালদিঘিতে সমাবেশের অনুমতি দিতে হবে। কারণ নাগরিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবীর ও এস এম ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, সহসাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ভিআইপি টাওয়ারের বাসায় লালদিঘির সমাবেশের প্রস্তুতি নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১০ আসনের (পাহাড়তলী, ডবলমুরিং, হালিশহর) পাঁচ থানা ও নয় ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নগর বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ মার্চের লালদিঘি ময়দানে বিএনপির সমাবেশে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে যোগদান করে জনসভা সফল করতে হবে।

তাঁরা বলেন, জনসভা সফল করতে ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ইতোমধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন।

নগর বিএনপির সহসভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও যুগ্ম সম্পাদক সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য