kalerkantho


সোনাপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাজারে যানজট নিরসন এবং সরকারি ভূমি উদ্ধারের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সোমবার দিনব্যাপী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, জেলা ট্রাফিক পুলিশের টিআই সাখাওয়াত হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী পৌরসভা ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন থেকে এক শ্রেণির মানুষ সরকারি ভূমি অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছে। এতে সোনাপুর বাজার ও জেলা সদরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়।’

জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।মন্তব্য