kalerkantho

বিএনপির অবস্থান কর্মসূচি

খালেদার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ মার্চ, ২০১৮ ০০:০০খালেদার মুক্তি দাবি

গতকাল চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি নাসিমন ভবন চত্বরে উত্তর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিএনপি। সকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে নগর ও উত্তর জেলা বিএনপি আলাদাভাবে এ কর্মসূচি পালন করে।

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুুবুর রহমান শামীম। আরো বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, এম এ আজিজ, হাজী মো. আলী, হারুন জামান, মাহবুব আলম, নিয়াজ মোহাম্মদ খান, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মহিলা দল সভানেত্রী মনোয়ারা বেগম মনি, শেখ নুরুল্লাহ বাহার, জাহিদুল করিম কচি, জেলি চৌধুরী, কাউন্সিলর জেসমিনা খানম, মো. ইদ্রিস আলী, এইচ এম রাশেদ খান, জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। তাঁকে মুক্তি না দিলে দেশে গণঅভ্যুত্থান হবে। এ জন্য দলের নেতাকর্মীরা প্রস্তুত। গণতন্ত্রকে কীভাবে মুক্ত করতে হয় বিএনপি নেতাকর্মীরা তা জানেন।

কর্মসূচিতে আরো বক্তব্য দেন অধ্যাপক ইউনুস চৌধুরী, চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, ছালাউদ্দিন, নুর মোহাম্মদ, জসীম উদ্দিন সিকদার, সেকান্দর চৌধুরী, সেলিম চেয়ারম্যান, ডা. খুরশিদ জামিল, অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।

নেতারা বলেন, বেগম জিয়ার সাজা সম্পূর্ণ রাজনৈতিক। রাতের পর ভোর আসে। বাংলাদেশের আকাশেও নতুন সূর্যের উদয় হবে। তখন আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালাতেও পারবেন না।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।

এদিকে উত্তর জেলা বিএনপির আরেক পক্ষের অবস্থান কর্মসূচি সাবেক সহসভাপতি মির্জা মো. আকবরের সভাপতিত্বে সকালে একই স্থানে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শওকত আলী নূর, সরওয়ার আলমগীর, নিজামুল হক চৌধুরী তপন, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ প্রমুখ।মন্তব্য