kalerkantho


মেয়র বললেন

থ্যালাসেমিয়া রোধে সচেতনতামূলক প্রচার চালানো হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ মার্চ, ২০১৮ ০০:০০থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। গতকাল বুধবার মেয়র কার্যালয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয় মেয়রের কাছে। প্রস্তাবনাগুলো হল সিটি করপোরেশন আওতাধীন প্রতিটি স্কুল ও কলেজে ক্যাম্পেইনের অনুমতি প্রদান ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং (হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস) করাতে উদ্বুদ্ধ করা, প্রতিটি হাসপাতালে ব্যানার, ফেস্টুন , লিফলেট ও স্টিকার লাগানোর অনুমতি প্রদান করা, প্রতিটি হাসপাতালে গর্ভবতী নারীদের প্রসূতিপূর্ব সেবার (এএনসি) সাথে থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা বাধ্যতামূলক করা, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে স্বল্প খরচে বা সম্পূর্ণ বিনা মূল্যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের ব্যবস্থা করা, সিটি করপোরেশনের বিজ্ঞাপনে থ্যালাসেমিয়া প্রতিরোধমূলক স্লোগান প্রচার করা, সিটি করপোরেশনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদের স্ক্রিনিং টেস্ট করতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধমূলক কার্যক্রমের কার্যকরী দিক নির্দেশনা দেওয়া। থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক বৈজ্ঞানিক উপদেষ্টা ডা. অধ্যাপক শাহেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন এবং কো-অর্ডিনেটর সূর্য দাস।মন্তব্য