kalerkantho


সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ ইসহাকের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ মার্চ, ২০১৮ ০০:০০সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ ইসহাকের স্মরণসভা

সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ ইসহাকের স্মরণসভায় বক্তারা।

চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট, ঢাকা সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাকের স্মরণসভা ও দোয়া মাহফিল তাঁর বাসভবন ইসহাক ভিলায় সোমবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রামের সভাপতি আবদুল মান্নান।

চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্সলীগের উপদেষ্টা রুহুল আমীন রমজানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। প্রধান বক্তা ছিলেন শাহ মজিদিয়া ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গণি। বক্তব্য দেন সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, ইয়াছিন হিরা, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রবীণ সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ ইব্রাহিম, আল-হারুন অর রশীদ, আবদুল খালেক, বাংলাদেশ সিমেন্ট ডিলার আয়রণ স্টীল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ও সাবেক সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোনাফ, ডায়মন্ড সিমেন্ট পরিচালক হাকিম আলী, বাংলাদেশ সিমেন্ট ডিলার আয়রণ স্টীল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহসভাপতি মোহাম্মদ আলী আকবর ও বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, শাহ মজিদিয়া মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আনিছ আহম্মদ পেয়ারু, জেলা সংবাদপত্র হকার্সলীগ সভাপতি সরোয়ার আলম, সংবাদপত্র বিক্রেতালীগের সভাপতি নজরুল ইসলাম রিপন, মুক্ত কাফেলার সভাপতি মোহাম্মদ সালাহ্ উদ্দিন, সমাজসেবক আবদুল মতিন প্রমুখ। শুরুতে কোরআন তেলওয়াত করেন মরহুমের জামাতা মোহাম্মদ আইয়ুব। সবশেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ মজিদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গণি।মন্তব্য