kalerkantho


মাঠে গড়াচ্ছে ‘চিটাগাং প্রফেশনালস ক্রিকেট লিগ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ মার্চ, ২০১৮ ০০:০০চট্টগ্রামের শীর্ষ শিল্পগ্রুপের কর্মীদের নিয়ে শুরু হচ্ছে ‘চিটাগাং প্রফেশনালস ক্রিকেট লিগ’। আগামী ৯ মার্চ বন্দর স্টেডিয়ামে এই টি-২০ ক্রিকেট ম্যাচ শুরু হবে। স্থানীয় শীর্ষ ১৩টি শিল্পগ্রুপ এতে অংশ নিচ্ছে।

গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক জসিম আহমেদ।

লিখিত বক্তব্যে জুনিয়র চেম্বার চিটাগাংয়ের সাবেক প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন বলেন, ‘বিভিন্ন ব্যস্ততার কারণে শিল্পগ্রুপ বা করপোরেট হাউসের কর্মকর্তারা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই উদ্যোগের মাধ্যমে তাঁদেরকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সবার মাঝে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বাড়ানোই মূল লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের ১৩টি শীর্ষ শিল্পগ্রুপ ১৩ দলে ভাগ হয়ে এই ক্রিকেট লিগে অংশ নিচ্ছে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম, শারীরিক শিক্ষা কলেজ মাঠ, হালিশহর পি এইচ আমীন একাডেমি-এই তিন মাঠে খেলা অনুষ্ঠিত হবে। ৯ মার্চ শুরু হয়ে ফাইনাল খেলা হবে ২৭ এপ্রিল।

অংশগ্রহণকারী াশল্পগ্রুপগুলো হল এ কে খান, বিএসআরএম, ইয়াংওয়ান, ম্যাফ সুজ লিমিটেড, ডেকাথলন বাংলাদেশ, ফোর এইচ, এস এ, ইউএফএম বিডি লিমিটেড, এলিট পেইন্ট, কোটস বাংলাদেশ, হোটেল আগ্রাবাদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইউনেস্কো।

খেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ম্যাফ সুজ লিমিটেড। খেলায় চ্যাম্পিয়ন দল দুই লাখ টাকা আর রানার আপ দল এক লাখ টাকা পুরস্কার পাবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জান্ট এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন, এলিট পেইন্টের রিজিওনাল সেলস ম্যানেজর মোহাম্মদ শাহজালাল, ম্যাফ সুজের ডিজিএম মোহাম্মদ আতাউর রহমান, ডেকাথলন বাংলাদেশ এর প্রসেস ম্যানেজার আবু মোহাম্মদ রায়হান, ইউএফএম বিডি লিমিটেডের এজিএম সঞ্জয় খাস্তগীর প্রমুখ।মন্তব্য