kalerkantho


রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ

আইসিটি ভবন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৮ ০০:০০আইসিটি ভবন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজে গতকাল চারতলা আইসিটি ভবন ও একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। ছবি : কালের কণ্ঠ

রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজে চারতলা আইসিটি ভবন ও একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে ফজলে করিম এমপি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার জন্য সব কিছু করছে। সেই ধারাবাহিকতায় রাউজানেও আমরা শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন করছি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্যাংকার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যক্ষ মো. ওমর ফারুক, সদস্য অধ্যাপক বাদল কিশোর দাশ, সুজিত বরণ সরকার, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল শুক্কুর, সমাজসেবক ইব্রাহিম খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম চৌধুরী, মুসলিম উদ্দিন জয়নাল, মাস্টার কাজী সিরাজুল ইসলাম, এক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিম, সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সাহাবু চৌধুরী, কমল চক্রবর্তী প্রমুখ।মন্তব্য