kalerkantho


মাঝিরঘাটে ৩ লবণ কারখানায় আগুন

ক্ষতি ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩ মার্চ, ২০১৮ ০০:০০মাঝিরঘাটে ৩ লবণ কারখানায় আগুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি লবণ কারখানা ভস্মীভূত হয়ে যায়। ছবি : কালের কণ্ঠ

নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি লবণ কারখানা ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান, মেসার্স তৈয়বিয়া সল্ট, ডলফিন সল্ট ও ইছা-মুছা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন থেকে তিনটি ও আগ্রাবাদ থেকে তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টা নাগাদ ছাইচাপা আগুন নেভানো সম্ভব হয়।

আবদুল মান্নান আরো জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে সেমিপাকা ও কাঁচা ঘরে তৈরি কারখানাগুলো পুড়ে গেছে। এ ছাড়া কিছু অশোধিত লবণ পানিতে গলে গেছে। সব মিলে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছেমন্তব্য