kalerkantho


চট্টগ্রামে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২ মার্চ, ২০১৮ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন আখতার বলেছেন, দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্যের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। গতকাল বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইনে ‘দ্বিতীয় পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ‘কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যরা দেশ, জাতি ও পুলিশের জন্য গৌরব। মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ বাংলাদেশ পুলিশের বৃহৎ পরিবারের অংশ।’

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রোকন উদ্দিনসহ চট্টগ্রাম পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।মন্তব্য