kalerkantho


চট্টগ্রামে শিশু মুনতাহার খুনি মা ও তার প্রেমিক

দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

২ মার্চ, ২০১৮ ০০:০০প্রায় এক বছর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে জুতার বাক্স থেকে উদ্ধার হওয়া শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মা এবং মায়ের গোপন প্রেমিক মিলে তাকে মাথায়, তলপেটে আঘাত ও শ্বাস রোধ করে হত্যা করেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার শিশুটির মা ও তার প্রেমিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর ম্যাজিস্ট্রেট আল ইমরান খান।

ওই মামলার আইনজীবী সায়েমুর রহমান রিপুল গত রাতে জানান, ২০১৭ সালের ৩ মার্চ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে জুতার বাক্সে তোয়ালে পেঁচানো অবস্থায় শিশু বিনতিজা আলম মারিয়া মুনতাহার মরদেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করেছিল স্থানীয় ফাঁড়ির পুলিশ। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ হিসেবে শিশুটিকে দাফন করে। পরে জানা যায়, রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের নাছির মো. চৌধুরী বাড়ির মৃত সামশুল আলমের ছেলে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ওমানপ্রবাসী মো. শহিদুল আলম ও আনিকা আহমদ দম্পতির এক বছর দুই মাস বয়সী একমাত্র শিশু মুনতাহা। সে বছর ৪ মার্চ স্থানীয় একটি দৈনিকে শিশুটির ছবিসহ লাশ পাওয়ার সংবাদ ছাপা হলে মুনতাহার বাবা শহিদুল ওমান থেকে অনলাইনের মাধ্যমে জানতে পারেন ওই শিশুটি তাঁর কন্যা। শহিদুলের পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি নিশ্চিত হন। পরে ৮ মার্চ দেশে ফেরেন শহিদুল। তিনি বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ হত্যা মামলা (সিআর ১৫০/১৭) দায়ের করেন। এতে তাঁর স্ত্রী পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পশ্চিম বাড়ৈপাড়া সাইর মো. চৌধুরী বাড়ির আলী আহমদের কন্যা আনিকা আহমদ (২২) ও তার প্রেমিক পটিয়া উপজেলার খরনা ওয়াহেদুর পাড়ার নজরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৮ মার্চ প্রবাসী শহিদুলের সঙ্গে আনিকার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে মুনতাহা জন্ম নেয়।মন্তব্য