kalerkantho


বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০বিশ্ব বেতার দিবস উপলক্ষে সুশীল সমাজ এবং মিডিয়া ও সাংস্কৃতিককর্মীরা মঙ্গলবার সকালে বান্দরবান শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এতে নেতৃত্ব দেন।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বরে ‘ক্রীড়াঙ্গনে বেতার’ শীর্ষক পথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আশরাফ কবির, উপ-বার্তা নিয়ন্ত্রক মোকছেদ আহমদসহ বেতার কর্মকর্তা এবং অনুষ্ঠান নির্মাতারা আলোচনা এ সভায় উপস্থিত ছিলেন।মন্তব্য