kalerkantho


বান্দরবানে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০‘নিরাপদ খাদ্য সম্পর্কে ভোক্তা সচেতনতা’ বিষয়ে দিনব্যাপী এক অ্যাডভোকেসি সেমিনার রবিবার বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্কের সহযোগিতায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এতে প্রধান অতিথি ছিলেন। ক্যাব বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে সেমিনারে সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এবং ক্যাব সহ সভাপতি এস এম নাজের হোসেন সেমিনারে বক্তব্য দেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌরসভার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, চেম্বার  পরিচালক, ব্যবসায়ী প্রতিনিধি ও ক্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।মন্তব্য