kalerkantho

পাটকল শ্রমিকদের ঝাড়ু মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ পরিষদের শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝাড়ু মিছিল করেছে শত শত শ্রমিক-কর্মচারী। গতকাল রবিবার সকালে হাফিজ জুট মিলের সামনে থেকে কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাফিজ জুট মিলস সিবিএ সভাপতি নূর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক, মাহবুবুল আলম, কামাল উদ্দিন প্রমুখ। সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হল আগামী ২৪ জানুয়ারি ভুখা মিছিল, ২৬ জানুয়ারি শ্রমিক সমাবেশ, ২৮-২৯ জানুয়ারি ৪৮ ঘণ্টা ধর্মঘট ও ৩১ জানুয়ারি ৪ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ।মন্তব্য