kalerkantho


কক্সবাজারে উন্নয়নকাজ যথাসময়ে শেষ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তারা কক্সবাজারে চলমান উন্নয়নকাজ যথাসময়ে যথানিয়মে শেষ করার দাবি জানিয়েছেন।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে এবং সঠিক সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল মো. আনোয়ার উল ইসলাম কউক-এর সঠিক নিয়ম মেনে অবকাঠামো নির্মাণের পরামর্শ দেন। কেউ এ সংক্রান্ত বিষয়ে আবেদন করলে স্বল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদন দেওয়ার আশ্বাস দেন।

সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, ‘জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার মান বৃদ্ধি করা হয়েছে এবং প্রয়োজনমতো ওষুধ সরবরাহ অব্যাহত রয়েছে।

সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল মো. আনোয়ার উল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুস সালাম, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবির, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।মন্তব্য