kalerkantho


সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম অফিস   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলটির চালক সোহেল মিয়া (৩০)। গতকাল শুক্রবার সকাল ৯টায় ফৌজদারহাট কালু শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ ঢাকার জুরাইনের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে। আহত সোহেল তাঁর বন্ধু।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির জানান, গতকাল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন সৌরভ ও সোহেল। ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায় তাঁদের বহনকারী মোটরসাইকেলটির সঙ্গে একটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তাঁরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মন্তব্য