kalerkantho


‘সহায়ক শিক্ষা শিশুদের মেধা বিকশিত করে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহায়ক শিক্ষা হিসেবে শুদ্ধ বাংলা উচ্চারণ তথা আবৃত্তি ও ইংরেজি চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটানো যেতে পারে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক ‘ইংলিশ ফর লাইফ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সরওয়ার এ কথা বলেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি শুকলাল দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চৌধুরী ফরিদ।

কর্মশালার সমন্বয়ক মিহরাজ উদ্দিন রায়হানের সঞ্চালনায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন গ্রে গুজ ইংলিশ স্টুডিওর সিইও আজিজুল কাদের এবং উচ্চারক আবৃত্তিকুঞ্জের সভাপতি ফারুক তাহের।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মহসিন কাজী প্রমুখ।মন্তব্য