kalerkantho


রাঙামাটি বিশ্ববিদ্যালয়

ভিসির পুনর্নিয়োগের বিপক্ষে গণস্বাক্ষর সংগ্রহ

রাঙামাটি প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০গত ১২ জানুয়ারি মেয়াদ শেষ হয়ে যাওয়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে পুনর্নিয়োগ না দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙামাটি মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না, যুগ্ম আহ্বায়ক কাজী জালোয়া, সদস্য সচিব আবদুল্লাহ আল-মামুন প্রমুখ। স্থানীয় লোকজন গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

জাহাঙ্গীর আলম মুন্না জানান, উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমার পুনর্নিয়োগ না দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ গণস্বাক্ষর কর্মসূচি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সাংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্যের পুনর্নিয়োগ না দেওয়ার দাবিতে হরতালসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।মন্তব্য